ওয়েবডেস্ক- ফের ভয়ানক অগ্নিকাণ্ডের (Fire Incident) কবলে শহর কলকাতা (Kolkata)। রবিবার গভীর রাতে আগুন আগুন লাগে খিদিরপুর বাজারে (Khidirpur Bazar)। পুড়ে ছাই প্রায় ১৩০০ দোকান। ঘটনাস্থলে যায় ২০ ইঞ্জিন। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় মানুষের অভিযোগ, দমকল (Fire Brigade) আসতে দেরি করেছে।
জানা গিয়েছে, রবিবার রাত ২টো ৫ মিনিট নাগাদ আগুনের প্রথম শিখা চোখে পড়ে। খিদিরপুর বাজার এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি দমকলকে খবর দেওয়া হয়। মালপত্রে ঠাসা দোকানগুলিতে দাহ্য বস্তু বেশি থাকায় আগুন মারাত্মক রূপ নেয়।
এদিন স্থানীয় ব্যবসায়ীরা দমকলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। অভিযোগ, দমকল সময়মতো আসেনি। স্থানীয় ওয়াটগঞ্জ থানায় কেউ ফোন ধরেনি। ব্যবসায়ীদের দাবি, এরপর ১০০ নম্বরে ডায়াল করেন তাঁরা। তার প্রায় ঘণ্টাদেড়েক পর ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন। দমকলের কাছে প্রয়োজনীয় জল ছিল না। গঙ্গা থেকে জলের ব্যবস্থা করে আগুন নেভানোর কাজ শুরু হয়।
আরও পড়ুন- ২১শে জুলাইয়ের পোস্টারে থাকবে শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ
অগ্নিকাণ্ডে খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু (Fire Minister Sujit Basu) ।
দমকলের বিরুদ্ধে অভিযোগ উড়িয়ে মন্ত্রী বলেন, একটা গাড়ি আসতে কিছু সময় তো লাগবে। ওয়াটগঞ্জ, গার্ডেনরিচ থেকে দমকলের গাড়ি এসেছে। জীবন বিপন্ন করে কাজ করেন আমাদের লোকজন। তাছাড়া, দোকান করার সময়ে অনেকেই ঠিক মতো নিয়ম মানেন না। আমি কাউকে দোষ দিচ্ছি না। একটা ঘটনা ঘটেছে, আমরা দেখব।’
দেখুন আরও খবর-