মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ (Oath) নিলেন বিজেপি (BJP) নেতা দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadvavis)। পাঁচ বছর পর তৃতীয় বারের জন্য দেশের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের দায়িত্ব নিলেন ফড়নবিশ। বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজাদ ময়দানে ওই অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শিবসেনা নেতা একনাথ শিন্ডে ও এনিসিপি নেতা অজিত পওয়ার। হাজির ছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বলিউড অভিনেতা শাহরুখ খান, সলমান খান, শিল্পপতি মুকেশ আম্বানি, অনিল আম্বানি, কুমারমঙ্গলম বিড়লা। এছাড়া একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ছিলেন কেন্দ্রে এনডিএ সরকারের শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
শপথ অনুষ্ঠানে যাওয়ার আগে দেবেন্দ্র ফড়নবিশ তাঁর মা কপালে তিলক লাগিয়ে দিচ্ছেন এরকম একটি ছবি শেয়ার করেছেন। তাতে তিনি ক্যাপশনে লেখেন, মায়ের আশীর্বাদে একটি নতুন মরসুমের শুরু। শপথ নিয়েই পুনের বাসিন্দা চন্দ্রকান্তশঙ্কর কুরহাদের বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার জন্য সই করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ দেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে প্রায় ৪০,০০০ মানুষ উপস্থিত ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট মহারাষ্ট্রে ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। বিজেপি ১৩২টি আসন, শিবসেনা ৫৭টি এবং এনসিপি ৪১টি আসন পায়। বিপুল ভোটে জয় পেলেও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে দেরি হওয়ায় প্রশ্নের মুখে পড়ছিল বিজেপি জোট।
আরও পড়ুন: দিল্লিতে কমছে দূষণ, GRAP-4 শিথিলের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
দেখুন অন্য খবর: