Placeholder canvas
Homeবিনোদনসোনমের বাড়িতে নৈশ্যভোজ 'বেকহ্যামে'র

সোনমের বাড়িতে নৈশ্যভোজ ‘বেকহ্যামে’র

মুম্বই: হাইভোল্টেজ বুধবার। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়ের গ্যালারিতে যেন চাঁদের হাট বসেছিল। ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ। অনুষ্কা শর্মা, রণবীর কাপুর, কিয়ারা আডবানি থেকে শুরু করে সস্ত্রীক হাজির ছিলেন রজনীকান্তও। এ ছাড়া খেলা দেখতে এসেছেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম।

ইংল্যান্ডের খেলোয়াড় হলেও অনেকেই ধরে নিয়েছেন, এই ম্যাচে তিনি ভারতের পক্ষেই। কারণ, এই বার বেকহ্যাম এসেছেন ইউনিসেফ ইন্ডিয়ার কাজে। শোনা যাচ্ছে, এদিন রাতেই নাকি সোনম কাপুরের বাড়িতে নৈশভোজে যাবেন ডেভিড বেকহ্যাম।

আরও পড়ুন: ‘বাংলা’ ও ‘মিষ্টি’কে অপমান ভারতী সিং’য়ের!

সূত্রের খবর, এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিটাউনের মোট ২৫ জন। ঘনিষ্ঠ বলয়েই ডেভিডের সঙ্গে নৈশভোজ সারবেন সোনম ও আনন্দ।

প্রসঙ্গত, সোনমের স্বামী লন্ডনের শিল্পপতি। স্বাভাবিকভাবেই সেখানকার গণ্যমান্য মহলে ওঠাবসা রয়েছে আনন্দ আহুজার।

অন্য খবর দেখুন:

Colour Bar | শাহরুখের নতুন ছবি নিয়ে বিরাট আপডেট, দেখুন কালারবার

RELATED ARTICLES

Most Popular

Recent Comments