কলকাতা: ফেসবুক, হোয়াট্সঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগে অতীত চিঠি। দ্রুত গতির জীবনে স্মৃতির পাতাতে রয়ে গিয়েছে চিঠি। চিঠিপত্র এখন শুধুই ধুলোয় ঢাকা বাক্সবন্দি! সেই চিঠিকে হোয়াট্সঅ্যাপ, ফেসবুকের যুগে ফেরত আনবেন দেবলীনা কুমার (Devleena Kumar) ও মনোজ মুরলী নায়ার (Manoj Murali Nair)। একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দেবলীনা কুমারকে। সঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ারের সঙ্গে দেবলীনা কুমার জুটি বেঁধে আনছেন ‘লিখন তোমার’।
আরও পড়ুন: তিন বছর হল কোনও পুরুষকে চুমু খাইনি
বিভিন্ন বিষয় নিয়ে লেখা চিঠি। তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। চিঠির বিষয় হতে পারে কখনও প্রেম, কখনও না বলতে পারা কথা রাগ-অভিমান, আবার কখনও রাজনীতি। তেমনই কিছু কিছু চিঠি পাঠ করা হবে দেবলীনা কুমার ও মনোজ মুরলী নায়ারের অনুষ্ঠানে। ভাষ্য লিখেছেন পরিচালক রাজর্ষি দে। তাই অনুষ্ঠানের নাম ‘লিখন তোমার’। দেবলীনার অনুষ্ঠানেও রয়েছে স্পষ্ট বার্তা, ‘মহিলাদের না-এর অর্থ না-ই হয়’। আগামী ৩০ অগস্ট বিড়লা অ্যাকাডেমিতে এই অনুষ্ঠান। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সেই দিকে সামান্য বদল আনতে হয়েছে বলে জানান দেবলীনা। মনোজ মুরলী নায়ারের গানের সঙ্গে নাচবেন দেবলীনা। গানের মাঝে পড়া হবে বিভিন্ন বিষয় নিয়ে লেখা চিঠি। রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও একটি চিঠি।
অন্য খবর দেখুন