কলকাতা: ঘাটে ঘাটে নিরাপত্তা দেখে তর্পণ সারলেন ডিজি (DG) রাজীব কুমার (Rajeev Kumar)। অন্যদের সঙ্গেই জল দিলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। বুধবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে আসেন ডিজি। হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠিকে সঙ্গে নিয়ে ঘাটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে তর্পণ সারেন তিনি। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘাটে আসেন ডিজি। প্রায় ২০ মিনিট ধরে পুরোহিত তাঁকে তর্পণ করান। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দেন রাজীব।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা ভোটের মাস তিনেক আগেই রাজীবকে ডিজি পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোট ঘোষণার পর তাঁকে ডিজি পদ থেকে সরায় কমিশন। তখন তথ্যপ্রযুক্তি দফতরের সচিব পদে ছিলেন রাজীব। জুলাই মাসে আবার ডিজি পদে ফেরেন ১৯৮৯ ব্যাচের এই আইপিএস অফিসার।
আরও পড়ুন: মিশনারীদের বিরুদ্ধে অশুভ অভিযোগ আনায় এনসিপিসিআরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
আরও খবর দেখুন