কলকাতা: সম্প্রতি বিভিন্ন কাণ্ডে রাজ্যের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ থেকে নেতা মন্ত্রীরা। এবার পুলিশের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি স্পষ্ট ভাষাতেই জানিয়ে দেন শীঘ্রই সিআইডিতে রদবদল করা হবে।
এদিন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকের সময় প্রথমে সেখানে উপস্থিত ছিলেন না ডিজি রাজীব কুমার ৷ তাঁকে ডেকে এনে, পুলিশের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডিজিকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তোমাদের বেশ কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। তুমি হয়তো চেষ্টা করছ। তবে নিচুতলার পুলিশ কর্মীরা তোমাকে সাহায্য করছে না। আমি সবাইকে এই কথা বলছি না। এদিন পুলিশের একাংশের কাজের বিষয় নিয়ে যে খুশি নন, সেটি বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: কন্যাশ্রী প্রকল্পে দুর্নীতি রুখতে অতি সক্রিয় রাজ্য
এদিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে জরুরি বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। পরে সব জেলার এসপি, সিপি, ডিআইজি, আইজিদের নিয়ে ভার্চুয়ালি বৈঠক করেন রাজীব কুমার। ডিজি রাজীব কুমার এসপি-সিপিদের কড়া নির্দেশ দিয়ে বলেন, “বেআইনি কার্যকলাপ বন্ধ করতে হবে।
অবৈধ বালি খাদান, পাথর খাদানে অভিযান করতে হবে। বেআইনি কার্যকলাপের সঙ্গে কোনও পুলিশকর্মী যুক্ত থাকলে তাদের সাসপেন্ড করতে হবে, প্রয়োজনীয় শাস্তি মূলক পদক্ষেপ নিতে হবে। কোন রকম রেয়াত করা হবে না। আপনাদের তরফে যা যা করার করুন।
দেখুন অন্য খবর: