তমলুক: কাঁথিতে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বাঁচল সাংসদ দিব্যেন্দু অধিকারীর (Dibyendu Adhikary) গাড়ি। হলদিয়া থেকে কাঁথি (Kanthi) যাওয়ার পথে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কার উপক্রম হয়। সেসময় ধাক্কার হাত থেকে বাঁচতে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর গাড়িটি রাস্তার ধারে নেমে যায়। প্রচন্ড ঝাঁকুনি লাগে গাড়িতে বসে থাকা সাংসদের।
ঘটনায় বুকে আঘাত পান তিনি। হলদিয়া থেকে কাঁথি যাচ্ছিল সাংসদের গাড়ি। উল্টো দিক থেকে আসছিল লরিটি। কাঁথির লোকাল বোর্ড স্টপেজের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। চিকিৎসার জন্য সাংসদকে স্থানীয় এক নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: এক পুলিশ কর্মীর পচা গলা দেহ উদ্ধার
আরও খবর দেখুন