কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজের(Kolkata Medical College) নয়া উদ্যোগ। হাসপাতালে এবার চালু হতে চলেছে বেড সংক্রান্ত তথ্য সম্বলিত ডিজিটাল সুবিধা বোর্ড(Digital Facilitation Board )। ইতিমধ্যে এই বোর্ড কেনা হয়ে গেছে। পুরো প্রক্রিয়াটি কম্পিউটার দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার ডা. অঞ্জন অধিকারী।
আরও পড়ুন: রায়নাকে সরিয়ে জম্মু-কাশ্মীরে বিজেপির নয়া সভাপতি সৎ শর্মা
অভয়া কাণ্ডের পর আন্দোলনকারি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম দাবি ছিল সেন্ট্রাললাইজড রেফারেল সিস্টেম চালু করা হোক। বেশ কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে এই সিস্টেম চালু হয়েছে। এবার তারই অংশ হিসেবে ডিজিটাল বোর্ড প্রথম চালু করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ। আগামী মঙ্গবার সর্ব সাধারণ ইমারজেন্সির সামনে এই ডিজিটাল ডিসপ্লে বোর্ড দেখে নিতে পারবে।
ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে? হাসপাতালে কোন ওয়ার্ডে কত বেড রয়েছে, তার মধ্যে কতগুলি শয্যা খালি আছে তা জানা যাবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার ডা. অঞ্জন অধিকারী। সুপার জানিয়েছেন,এই ব্যবস্থার মাধ্যমে একদিকে যেমন স্বচ্ছতা বজায় থাকবে, অন্যদিকে বন্ধ হবে দালাল চক্র।
দেখুন অন্য খবর: