নয়াদিল্লি: চারদিকে ক্রমশ বেড়ে চলেছে ডিজিটাল প্রতারণার (digital arrest) ঘটনা। কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নিলেও এই ধরনের জাল কারবারিরা নিত্য নতুন ব্যবসা ফেঁদে বসছে। নানাভাবে সেই প্রতারণা জালে জালে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। সেই রকরমই প্রতারণা শিকার হলেন এক মহিলা।
পাঁচঘণ্টার মধ্যে প্রায় প্রায় এক লক্ষের বেশি টাকা খোয়ালেন নয়ডার (Noida) এক মহিলা। তার অ্যাক্যাউন্ট থেকে প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। প্রতারিত মহিলার নাম স্মৃতি সেমওয়াল। তিনি জানিয়েছেন, প্রিয়া শর্মা বলে এক মহিলা তাঁকে ফোন করেন। তিনি নিজেকে এক সাইবার ক্রাইম ব্র্যাঞ্চের এক অফিসার বলে পরিচয় দেন। প্রিয়া শর্মা নামে ওই মহিলা জানান, তাঁর (স্মৃতি) আধার কার্ড ব্যবহার করে বেআইনি কাজকর্ম চালানো হচ্ছে।
আরও পড়ুন: করোনা টিকার কারণেই কি বাড়ছে হৃদরোগে মৃত্যু? যা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা
পুলিশ আধিকারিক কৃষ্ণ গোপাল শর্মা নয়ডা সেক্টর ৭৭ বাসিন্দা-এর স্মৃতি সেমওয়াল অভিযোগ করেছেন যে প্রিয়া শর্মা নামে একজন মহিলা 8 ডিসেম্বর তাকে ফোন করেছিলেন, সাইবার ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার বলে দাবি করেছেন। তাকে নানা ভাবে হুমকি দেওয়া হয়। তার অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা গায়েব হয়ে গেছে। পরে তিনি বুঝতে পারেন তিনি ডিজিটাল অ্যারেস্টের শিকার হন।
দেখুন অন্য খবর: