কলকাতা: সন্দেশখালিকাণ্ডের (Suspicious Incident) ১৯ দিন পরে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে ঢুকেছে ইডি (ED)। শেখ শাহাজাহান (Sheikh Shahjahan) একজন অপরাধী তাঁকে ইডি চাইছে ধরতে। তৃণমূল নেতার বাড়িতে বাড়িতে গোয়েন্দাদের অভিযান ঘিরে মন্তব্য দিলীপ ঘোষের। বুধবার প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার তৃণমূল দল শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার চেষ্ঠা করছে। শাহজাহান একজন অপরাধী। বহুদিন ধরে সে অপরাধের সঙ্গে যুক্ত। খুন, লুঠপাঠ সবই করেছে সে। সেই অপরাধে সব তথ্য এসে গিয়েছে। তাঁকে অনেকদিন ধরেই ধরার চেষ্টা চলছিল। তাঁকে ধরতে চাইছে ইডি। বুধবার দ্বিতীয় দফায় শাহাজান শেখের বাড়িতে ইডির তল্লাশি অভিযানের পরেই তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন:রেশন দুর্নীতির তদন্তে ফের শাহজাহানের বাড়িতে ইডি
বুধবার কাকভোরে বিশাল কনভয় নিয়ে ইডি সরবেড়িয়ায় হাজির হয়। ন্যাজাট থানায় পুলিশকে সার্চ ওয়ারেন্ট দেখাতে হয়েছে তদন্তকারীদের। সে দিনের ঘটনার পর বুধবার তদন্তকারী সংস্থার নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। প্রায় ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে শেখ শাহজাহানের বাড়ি ঘিরে রেখে তল্লাশিতে নামে ইডি। চাবিওয়ালা এনে তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢোকে ইডি। ২ স্থানীয় সাক্ষীকে সামনে রেখে চিরুনি তল্লাশি চালায় ইডি। বাড়িতে ঢোকার পর থেকেই শাহজাহানের ঘরের ভিতরের বাঙ্ক, আলমারি, সব ঘেঁটে দেখেন গোয়েন্দারা। তল্লাশি করে দেখা হচ্ছে, রেশন দুর্নীতির আদৌ কোনও নথি মেলে কি না। তাঁর আলমারি, ট্রাঙ্ক, বিছানা-চাদর উল্টে ঘেঁটেঘুটে দেখেন গোয়েন্দারা। জলের ট্যাঙ্কির ভিতরও দেখেন তাঁরা। যদি কোনও নথি পাওয়া যায়। বেশ কয়েক ঘণ্টা তল্লাশির পরেও জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে!
আরও অন্য খবর দেখুন