কলকাতা: বাংলাদেশের পন্য বয়কটেরগ (Boycott Bangladesh products) ডাক দিল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মঙ্গলবার বিজেপি নেতার অফিসিয়াল পেজে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে। চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই অশান্তির আগুনে জ্বলছে পদ্মাপাড়। ইতিমধ্যেই, বাংলা বিহার ওড়িশা ফেরতের দাবিও তোলা হয়েছে। পাশাপাশি, ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে বিএনপি। সেই আঁচ এসেছে এপার বাংলায়। আর এবার এই ঘটনার বাংলাদেশের পন্য বয়কটের ডাক দিলেন বিজেপি নেতা। পোস্ট করে লেখা হয়, আমাদের দেশে বাংলাদেশি পন্য বিক্রি করে সেই টাকা দিয়ে ভারতবিরোধী কাজ করবে বাংলাদেশে। তাই বাংলাদেশের পন্য কেনা বন্ধ করুন।
অন্য খবর দেখুন
