
দূর্গাপুর: শুক্রবার রাতে কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য কর গুলি চালায় দুষ্কৃতীরা। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন তৃণমূল কাউন্সিলর। কসবা কাণ্ড নিয়ে বলতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, ভয়ঙ্কর পরিস্থিতি। কার কখন গুলি লেগে যাবে তা কেউ বলতে পারবে না। দিলীপের দাবি, সমাজবিরোধীরা তৃণমূলের সঙ্গে মিশে অশান্তি করছে।
আরও পড়ুন: বর্ধমানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
শুক্রবার সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেসময় দুই দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর উপর অতর্কিত হামলা চালায়। সুশান্তবাবুকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু কোনও কারণে গুলি বেরোয়নি। অল্পের জন্য প্রাণরক্ষা হয় তৃণমূল কাউন্সিলরের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল কলকাতাজুড়ে। শনিবার সকালে এই ইস্যুতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুললেন বিজেপি নেতা। রাজ্য সরকারকে খোঁটা দিয়ে তিনি বললেন, ”পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভয়ংকর। তৃণমূলের সঙ্গে সমাজবিরোধীরা মিশে অশান্তি করছে। সবাইকে বলব সাবধানে থাকুন। কখন যে কার গুলি লেগে যাবে কেউ জানে না।
অন্য খবর দেখুন