কলকাতা: আরজি কর আন্দোলন (RG Kar Issue) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবার দুপুরেই সুপ্রিম কোর্টে শুনানি হবে এই মামলার। তার আগেই আরজি কর আন্দোলন নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি নেতা বলেন, আরজি কর আন্দোলনের ভবিষ্যত অন্ধকার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছন থেকে নিয়ন্ত্রণ করা হয়েছে। তাঁদের উদ্দেশ্যই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রক্ষা করা। এতবড় আন্দোলনে মু্খ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি স্লোগানও তোলা হয়নি। পাল্টা দিয়েছে বিরোধীরা।
আরও পড়ুন: অটল বিহারী থাকলে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হত না: ওমর আব্দুল্লা
আগামী ১৩ নভেম্বর বাংলার ৬ আসনে উপনির্বাচন। ইতিমধ্যেই প্রচারের ময়দানে নেমেছে সব রাজনীতিক দলই। বুধবার সকালে কোচবিহারে প্রচারে যান বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। এখানে আরজি কর সহ একাধিক ইস্যুতে শাসকদলকে আক্রমণ শানান বিজেপি নেতা। তিনি বলেন, জুনিয়র ডাক্তাররা আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনে নেমে ছিলেন। পরবর্তীতে তা এই আন্দোলন অন্যদিকে মোড় নেয়। পিছন থেকে কেউ বা কারা আন্দোলনকে পরিচালনা করেছে। মমতাকে বাঁচানোর জন্যে আন্দোলন হয়েছে। আন্দোলন থেকে মমতার বিরুদ্ধে একটা কথা বলা হয়নি। এদের দেখে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল। গোটা বিষয়টা আদতে জুনিয়র ডাক্তাররাও বুঝতে পারেননি বলেই দাবি বিজেপি নেতার। আজ অন্ধকার।
অন্য খবর দেখুন