কলকাতা: আরজি কর কাণ্ডে যখন সারা দেশ ফুঁসছে, টলিউডের অন্দরে ‘কাস্টিং কাউচ’ (Tollywood Casting Couch) বা যৌন হেনস্থা নিয়ে অনেকেই সরব হয়েছেন। ঠিক তখনই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas) এক কমিটি গঠন করার কথা ঘোষণা করেন। ফেডারেশন সভাপতির প্রস্তাবিত ‘সুরক্ষা বন্ধু’ কমিটি গড়া নিয়ে প্রশ্ন তুলল ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। টলিউডের পরিচালক-প্রযোজকরা এবার স্বরূপ বিশ্বাসের ‘সুরক্ষা বন্ধু’ কমিটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। পালটা বিবৃতি জারি করে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন। টলিউডের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ক্ষুদ্র স্বার্থসিদ্ধিতে মেতে উঠেছেন।
আরও পড়ুন: ঋতুপর্ণার হেনস্থার ঘটনায় একযোগে সরব টলিউড
বৃহস্পতিবার রাতে টলিউডের ডিরেক্টরস গিল্ড (Tollywood Directors Guild) অর্থাৎ পরিচালকদের তরফে প্রকাশ করা হল এক এমনই এক বিস্ফোরক বিবৃতি। বিবৃতিতে সাফ লেখা হয়, আপাতদৃষ্টিতে এটি একটি সাধু প্রস্তাব। সেই কারণে ‘আপাতদৃষ্টিতেই’ আমরা এটিকে স্বাগত জানাই। তারপর সবাইকে অনুরোধ করি এই ‘আপাতদৃষ্টির’ বাইরে একটু বেরিয়ে এসে বিষয়টা একটু খুঁটিয়ে দেখতে। তাহলে কিছু অঙ্ক পরিষ্কার হয়। স্বরূপবাবু তার ইন্টারভিউতে খোলাখুলি জানিয়েছেন, অভিযোগের ষাট শতাংশ পরিচালকদের বিরুদ্ধে এবং চল্লিশ নাকি প্রযোজকদের বিরুদ্ধে। স্বরূপবাবু তাদের করা কমিটিতে কয়েকজন আইনজীবীর কথা উল্লেখ করলেও, কমিটির বাকি সদস্যরা কিসের ভিত্তিতে এবং কী প্রক্রিয়ায় নির্বাচিত হলেন তার খোলসা করেননি। তিনি নিজেও সেই কমিটির সদস্য কিনা এবং হলে কোন যোগ্যতায়, তারও কোন প্রমাণ দাখিল করার প্রয়োজন বোধ করেননি। যৌন হয়রানি শুধু মাত্র পরিচালক ও প্রযোজকরাই করেন, এই সিদ্ধান্তে উনি কীভাবে পৌঁছলেন তার কোনও ব্যাখ্যা মেলেনি। দশ বছরের শিশুও জানে, যৌন হয়রানির মূলসূত্র ক্ষমতা। ক্ষমতার অঙ্কে পরিচালক-প্রযোজকরা কোন স্থানে রয়েছেন, সাধারণ মানুষ সেটা জানেন। স্বরূপ বিশ্বাস কোনওরকম আইনি বৈধতা ছাড়া ১২-১৩ বছর ধরে ইন্ডাস্ট্রির সমস্ত নিয়ম একতরফাভাবে তৈরি করে আসছেন কারও অনুমতি না নিয়েই।
অন্য খবর দেখুন