কলকাতা: জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) আন্দোলনে রাজনীতি নেই। জানালেন জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ। রাত ৩ টে ৪৯ মিনিটে মুখ্যমন্ত্রীর দফতরে মেল। কখনও এরকম সময় মেল আসে?এটা কী স্বাভাবিক। এর পিছনে কী কোনও রাজনীতি যুক্ত আছে? নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উদ্দেশে প্রশ্ন খাড়া করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya)। তিনি বলেন, জুনিয়র ডাক্তারদের বলব যে রাজনৈতিক প্ররোচনায় পা না দিতে। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে হাজির চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও হাজির ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন তাঁরা ডাক্তারদের বার্তা দেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চিকিৎসকরা যাতে কাজে যোগ দিতে বলেন। তবে চিকিৎসকদের শর্ত নিয়ে আপত্তি আছে নবান্নের। এরপরই জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন তাঁদের আন্দোলনে রাজনীতি নেই।
ধর্নার ২৬ ঘণ্টা পার, এখনও স্বাস্থ্য ভবনের (Junior Doctor Swasthya Bhawan Abhijan) সামনে অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকরা। নবান্ন-আন্দোলনকারী বৈঠকের কাটল না জট। মুখ্যসচিবের পাঠানো ইমেলে সন্ধ্যা ৬টায় নবান্নে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল। সেই বৈঠকের আগেই নবান্নকে পাল্টা ইমেল পাঠালো জুনিয়র ডাক্তাররা (Junior Doctors Protest)। চিকিৎসকদের দাবি, তারা বৈঠকে রাজি। কিন্তু তাঁদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) উপস্থিতি থাকতে হবে। শুধুমাত্র মুখ্যসচিবের সঙ্গে তাঁরা বৈঠক করবেন না। নবান্নের বৈঠকে ৩০ জন প্রতিনিধি উপস্থিত থাকবে। পুরো বৈঠক লাইভ স্ট্রিমিং (Meeting Wants Live Streaming) করতে হবে। কিঞ্জল জানান, তাঁদের দাবি না মানা হলে, সেই মতো পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুন: খোলা মন নিয়ে আলোচনায় আসুন, ডাক্তারদের বার্তা চন্দ্রিমার
আরও খবর দেখুন