আলিপুরদুয়ার: আরজি করের (RG Kar Hospital) ঘটনায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে বঙ্গরত্ন (Bangaratna) পুরস্কার ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিশিষ্ট শিক্ষক পরিমল দে।
রবিবার আলিপুরদুয়ার প্রেস কর্ণারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকার থেকে দেওয়া বঙ্গ রত্ন ফিরিয়ে দেওয়ার ঘোষণা করলেন প্রবীণ শিক্ষক ও লেখক পরিমল দে। জানা গিয়েছে, ২০১৯ সালে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিমল দে’র হাতে বঙ্গরত্ন পুরস্কার তুলে দেন। তবে সম্প্রতি আরজি কর হাসপাতালের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে শুরু করে সমগ্র দেশ। দোষীদের গ্রেফতারি ও শাস্তির দাবিতে দল মত নির্বিশেষে আন্দোলন করছেন সর্বস্তরের নাগরিক। সেই জায়গায় রাজ্য সরকারের ভূমিকায় অসন্তুষ্ট ওই শিক্ষক। এদিন জনসমক্ষে তাঁর এই উপাধি ফেরত দেওয়ার ঘোষণা করলেন তিনি। এমনকি পুরস্কারের সঙ্গে পাওয়া এক লক্ষ টাকাও তিনি ফেরত দেবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: নবান্ন অভিযানের দিন পরীক্ষার্থীদের জন্য বার্তা পুলিশের
আরও খবর দেখুন