সিউড়ি: বীরভূমে (Birbhum) বন্যা (Flood) পরিস্থিতি দেখতে গিয়ে দুর্ঘটনার কবলে জেলাশাসক (DM)। নদীতে নৌকা উল্টে জলে পড়ে গেলেন দুই সাংসদ, বিধায়ক সহ ১২ জন। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম ইতিমধ্যে জলমগ্ন। প্লাবিত বাড়িঘর। প্রচুর মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি দেখতে স্পিডবোটে চেপে রওনা হয়েছিলেন জেলা প্রশাসনিক কর্তারা।
স্পিডবোট উল্টে নদীতে পড়লেন জেলাশাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাঁদের উদ্ধার করা গিয়েছে। একজনের খোঁজ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিপর্যয মোকাবিলা বাহিনীর কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, কুয়ে নদীর জল হুহু করে ঢুকে পড়ে। স্পিডবোটে রওনা হয়েছিলেন জেলাশাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারাযণ রায়, সাংসদ সামিরুল ইসলাম, অভিজিত মাল, লাভপুরের বিধায় অভিজিত সিংহ। জলের তোড়ে কুয়ে নদীতে উল্টে যায় স্পিডবোট। জলে পড়ে যান পুলিশ সুপার ছাড়া বাকিরা।
আরও পড়ুন: হাসিনা ঘনিষ্ঠ তিন প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ঘটল ওই ভয়ঙ্কর ঘটনা
আরও খবর দেখুন