কলকাতা: ক্রীড়াদুনিয়ার সঙ্গে সিনেমা তারকাদের প্রেম নতুন নয়। সেই তালিকাতেই নতুন সংযোজন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া। চেন্নাইয়িন এফসির ফুটবলারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন দিতিপ্রিয়া! দিতিপ্রিয়ার মা তাঁকে ডাকে ঋভুবাবু নামে। দোলযাত্রার দিন সকলকে চমকে দিয়ে মনের মানুষের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কিন্তু প্রেমিকের পরিচয় গোপন রেখেছিলেন পর্দার রানিমা। যদিও ব্যক্তিগতজীবন নিয়ে খুব একটা মুখ খুলতে নারাজ।
দিতিপ্রিয়াকে বহুবার বলতে শোনা গিয়েছে, তাঁর প্রেমিক বিনোদন জগতের মানুষ নন। কাজের সূত্রে আপতত চেন্নাইতে থাকেন। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, জনপ্রিয় ফুটবলারকে মন দিয়েছেন দিতিপ্রিয়া। গত জুন মাসে গঙ্গার ঘাট থেকে দু পেয়ালা চায়ের কাপের ছবি পোস্ট করেই প্রেমের প্রেমের জল্পনা উসকে দেন অভিনেত্রী। টলিপাড়ার অন্দরের খবর, শমীক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। তিনি চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। শমীকের বাড়ি আদতে জলপাইগুড়িতে। দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন।
আরও পড়ুন: পোজ দিতে গিয়ে বিপত্তিতে মালাইকা
কমন ফ্রেন্ডের মাধ্যমেই আলাপ হয় দুজনের। প্র্যাক্টিসে ব্যস্ত থাকায় দিতিপ্রিয়ার জন্মদিনে হাজির থাকতে পারেননি। তবে গিফট পাঠিয়েছেন তিনি। অন্যদিকে প্রায়ই প্রেমিকার জন্যে উপহার পাঠান তিনি। সে ছবি নিজের সোশ্যাল পেজে শেয়ারও করেন অভিনেত্রী। তবে অভিনেত্রী এ নিয়ে এখনই মুখ খুলতে চান না। জল্পনা জিইয়ে রাখলেন রাখলেন। তবে খবর অস্বীকারও করেননি তিনি।
অন্য খবর দেখুন