কলকাতা: বলিপাড়ার অন্দের কানপাতলে শোনা যাচ্ছে অভিষেক (Abhishek Bachchan)-ঐশ্বর্যর বিচ্ছেদের গুঞ্জন। শোনা যাচ্ছে আর বচ্চন পরিবারের সঙ্গে থাকেন না ঐশ্বর্য। মেয়েকে নিয়ে মার সঙ্গে থাকেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। ইতিমধ্য়েই নাকি আইনজীবীর সঙ্গে সাক্ষাত সেরে ফেলেছেন দুজনে। গুঞ্জন রটলেও বিচ্ছেদের ব্য়াপারে একেবারে মুখে কুলুপ এঁটেছেন তারকা দম্পতি। এবার বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বড়পর্দায় ফিরছে ঐশ্বর্য-অভিষেক জুটি। পরিচালক মণি রত্নমের নতুন এক হিন্দি ছবি প্ল্য়ান। শোনা গিয়েছে, ইতিমধ্যেই ঐশ্বর্য ও অভিষেকের সঙ্গে কথাও বলেছেন। তাঁরা নাকি দুজনেই রাজি। ‘গুরু’ ও ‘রাবণ’ ছবির পর এটাই হবে মণি রত্নমের সঙ্গে ঐশ্বর্য ও অভিষেক জুটির তৃতীয় ছবি। তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মণি, ঐশ্বর্য এবং অভিষেক।
আরও পড়ুন: ১২ বছর পর নতুন অ্যালবাম ‘চন্দ্রবিন্দু’র
অন্য খবর দেখুন