কলকাতা: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। রবিবার নবরাত্রির শেষ দিন। সেদিনই পালিত হবে রামনবমী (Ramnavami 2025)। রামনবমীতে (Ramnavami 2025) বিশেষ কিছু নিয়ম পালন করলে সব মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেই বিশ্বাস। রবিবার দেশজুড়ে পালিত হবে শ্রীরামচন্দ্রের জন্মতিথি রামনবমী। পুরুষোত্তমের আবির্ভাব তিথিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। রামনবমী (Ram Navami)। রামনবমীর (Ramnavami 2025) দিন সঠিক নিয়ম মেনে চললে সৌভাগ্য বয়ে আনবে। তেমনই কিছু কাজ এই দিন করতে নেই। জেনে নিন রামনবমীর দিন কী করবেন, কী করবেন না।
এই দিনে উপোস করলে সংসারে সুখ-সমৃদ্ধি আসে। তবে উপোসের সময় জলপান করুন ঘনঘন।সূর্যবংশীয় রামচন্দ্রকে অর্পণ করুন পদ্ম বা যে কোনও লালফুল। তাঁকে দিতে পারেন টকটকে লাল অশোকফুলও। হলুদফুলও দিতে পারেন তাঁকে। অনেকেই এই দিন দোলনার উপরে রামমূর্তি রাখেন। এটি শুভ বলে ধরা হয়। সীতামাতাকে নিবেদন করুন হলুদ, কুমকুম, সিঁদুর এবং চন্দন।
এই বিশেষদিনে অযোধ্যায় গিয়ে সরযূ নদীতে ডুব দিলে অতীত ও বর্তমান জীবনের সমস্ত পাপ ধুয়ে যায়।
পাঠ করতে পারেন রামচরিতমানস, রাম চল্লিশা ও শ্রীরাম রক্ষাস্ত্রোত্র। এই দিন রাম সীতা এবং হনুমানজী একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন। হনুমান চল্লিশা পাঠ করে দরিদ্রকে দান করলেও পুণ্য হয়। এর ফলে সঙ্কটমোচন হনুমানজীরও আশীর্বাদ পাবেন। কাটবে বাধাবিঘ্ন।
পরিবারে সুখশান্তি বজায় রাখতে চাইলে বাড়িতে বা মন্দিরে রামচন্দ্রের বিগ্রহ বা ছবির সামনে ১১ টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন।
আরও পড়ুন: এই ৫ পদ বানিয়ে করুন রামনবমীর পুজো, হবে রামলালার কৃপা-বর্ষণ
রামনবমীতে রামচন্দ্রের উদ্দেশে নিবেদন করুন একটি নারকেল। মনে করা হয় এতে সন্তানলাভের পথে বাধাবিঘ্ন কাটে।
একটি লাল কাপড়ে ১১ টি গোমতীচক্র, ১১ টি কড়ি ও ১১ টি বাতাসা বেঁধে শ্রীরামচ্ন্দ্র ও সীতাকে রামনবমীর সন্ধ্যায় নিবেদন করলে পরিবারে সুখশান্তি বিরাজ করবে। জীবনে অর্থাভাব থাকবে না।
অন্য খবর দেখুন