কলকাতা: লোভ করবেন না, একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে তৃণমূলের (TMC) জন প্রতিনিধিদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতার মাঝে তিনি বলেন, কেউ যেন আপনাকে লোভি বানাতে না পারে। আমাদের শপথ নিতে হবে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। যাঁরা নির্বাচিত হয়ে মানুষের সেবা করবেন না, তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক রাখব না।
এদিন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না। গ্রেফতার করি। অন্যায় করবেন না। অন্যায় সহ্য করবেন না। আমি পরিষ্কার বলছি, মা-বোনেদের সম্মান দেবেন।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে ৩২২ জন মেডিক্যাল পড়ুয়া ভারতে এলেন
এদিন একুশে জুলাইয়ের অনুষ্ঠানে রেকর্ড ভিড় হয়েছিল। বৃষ্টি মাথায় নিয়েও কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা ধর্মতলায় জড়ো হয়েছিলেন। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।
আরও খবর দেখুন