কলকাতা: বুধবার অর্থাৎ গতকাল থেকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শুরু হয়েছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। উৎসবে দেখা যাবে দেশ-বিদেশের বহু সিনেমা। ডিসেম্বরের সপ্তাহভর এই উৎসবের জন্য অধীর অপেক্ষায় থাকেন বাংলার সিনেমাপ্রেমী মানুষ। ফেস্টিভ্যালের আবহে বছরের এই ক’টা দিন নন্দন-রবীন্দ্রসদন চত্বরে চলে সিনেমাপ্রেমী মানুষের অবাধ আনাগোনা।
আরও পড়ুন: ডিসেম্বরের শহরে ‘সিনে’মেলা! সেজে উঠেছে নন্দন-রবীন্দ্রসদন
এবছর কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব শেষ হতে চলেছে ১১ ডিসেম্বর। আর সেদিনই রয়েছে বাংলার কিংবদন্তি চিত্র পরিচালক তপন সিনহার জন্মশতবার্ষিকী। এবার তপন সিনহার জন্মশতবার্ষিকী উদযাপন করা হতে পারে কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে।
View this post on Instagram
তপন সিনহা। তাঁর সময়ের অন্যতম ভারতীয় চলচিত্র পরিচালক ছিলেন তিনি। কাজ করেছেন কিংবদন্তী সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের সঙ্গে। শুধুমাত্র বাংলা সিনেমা জগতেই কাজ করেন নি তিনি, হিন্দি সিনেমার জগতেও ছিল তাঁর অবাধ বিচরণ। বাংলা সিনেমার বহু সিনেমাই তিনি পরিচালনা করেছেন। কাবুলিওয়ালা, লৌহ কপাট, সাগিনা মাহাত, আপানজন বহু সিনেমাই তিনি প্রযোজনা করেছেন। সিনেমা জগতে তাঁর অবদান অনস্বীকার্য। আর তাঁর সেই অবদানকেই স্বীকারক্তি দিতেই এবার কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের শেষ দিন ফিল্ম ফেস্টিভালে আসতে চলেছেন তনুজা। তপন সিনহার নির্দেশনায় কাজ করেছেন তনুজা। কথা রয়েছে বৈজয়ন্তীমালারও আসতে পারেন। তবে তিনি এখনও অসুস্থ। তাই আসতে পারবেন কিনা সেই বিষয়ে রয়েছে সংশয়।
দেখুন অন্য খবর