ভগবানপুর: সরকারি হাসপাতালে চিকিৎসককে বেধড়ক মারধর (Doctor Allegedly Beaten)।পূর্ব মেদিনীপুরে (East Medinipur) আক্রান্ত চিকিৎসক। ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিল চড় ঘুসি। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে চিকিৎসকদের নিরাপত্তা।
ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছিলেন। যেহেতু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সভাবতই চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না। সূত্রের খরব, দুর্ঘটনাগ্রস্ত রোগীর কলার বোন ভেঙে গিয়েছে। এক্স রে করাতে হবে বলেই জানান চিকিৎসক। তবে ওই স্বাস্থ্যকেন্দ্রে এক্স রে করার ব্যবস্থা নেই। তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেন। সেটাই মনোমতো হয়নি রোগীর পরিবারের। আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে।
আরও পড়ুন: মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হুগলির কিশোর
অভিযোগ, এর পরই রোগীর পরিবারের লোকজন স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর করা হয়। রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে বলে। আক্রান্ত মিন্টু দে, ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অন্য খবর দেখুন