Placeholder canvas
HomeScrollদিনে ডাক্তার, রাতে মৃৎশিল্পী

দিনে ডাক্তার, রাতে মৃৎশিল্পী

যে হাত স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখে সেই হাতেই আবার রূপদান হয় হৈমন্তিকার

Follow Us :

চন্দননগর: যে হাত স্টেথোস্কোপ দিয়ে রোগী দেখে সেই হাতেই আবার রূপদান হয় হৈমন্তিকার। সারাদিন ব্যাপী তিনি একজন ডাক্তার। আর রাত হলেই বাড়ি ফিরে ডাক্তার থেকে হয়ে ওঠেন মৃৎশিল্পী। হুগলির (Hooghly) ভদ্রেশ্বরের চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার নিজের হতেই তৈরি করেন দেবী জগদ্ধাত্রী প্রতিমা (Jagatdhatri Idol)। সেই প্রতিমাই পুজো হয় জগদ্ধাত্রী পুজোতে (JagatdhatriPuja2023)।

কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসক ও হেমাটোলজির প্রফেসর ডক্টর বিপ্লবেন্দু তালুকদার। ছোটবেলা থেকেই তাঁর মৃৎশিল্পীদের প্রতি বিশেষ আগ্রহ। তাঁর বয়স যখন ৭ বছর সেই সময় থেকেই তিনি নিজের হাতে ঠাকুর তৈরি করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রতিমার দৈর্ঘ্য ও উচ্চতা। একেবারে কাঠামোর উপরে খড় বাধা থেকে শুরু করে মাটি লাগানো, রং করা, চালচিত্র তৈরি সব কাজই একা হাতে করেন বিপ্লবেন্দু বাবু। সকালবেলায় আটটার মধ্যে তিনি বাড়ি থেকে রওনা দেন মেডিকেল কলেজের উদ্দেশ্য। রাতে বাড়ি ফেরেন আটটা নটা নাগাদ। বাড়ি ফিরে থেকেই শুরু হয় তার ঠাকুর তৈরির কাজ। যা চলে রাত আড়াইটা তিনটে পর্যন্ত।

আরও পড়ুন: আলোর রোশনায় সেজে উঠেছে চন্দননগর

প্রতি বছর তাঁর বাড়ির জগদ্ধাত্রী পুজোতে দেশ-বিদেশ থেকে নানা চিকিৎসকরা আসেন তালুকদার বাবুর হাতের কাজ দেখতে। কারণ ঠাকুর তৈরি করা তাঁর কাছে এক নেশার মতন। আর তারই টানে সারাদিনের পরিশ্রমের মধ্যেও সারা রাত জেগে তিনি বানিয়ে চলেছেন দেবী প্রতিমা।

দেখুন আরও অন্য খবর

জেলা Bulletin | খাটিয়ায় চাপিয়ে হাসপাতালেপথে রোগী, সেই ছবি দেখতে দেখুন জেলা বুলেটিন

RELATED ARTICLES

Most Popular

Recent Comments