কলকাতা: আরজি কর (RG Kar Hospital) কাণ্ডের প্রতিবাদে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association) ডাকা কর্মবিরতিতে প্রভাব পড়ল হাসপাতালগুলিতে। ওপিডি বন্ধ। দূর থেকে হাসপাতালে আসা রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছেন। শুধু এ রাজ্যে নয় দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, বিহার, মহারাষ্ট্র সহ বিভিন্ন জায়গায় হাসপাতালগুলিতে রোগী ভোগান্তির ছবি।
পাটনা এমসের চিকিৎসকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে গণস্বাক্ষর অভিযান করেছে। শনিবার সকাল থেকেই বিক্ষোভ চলছে। দিল্লি এমসেও কার্যত একই অবস্থা। গুজরাটের রাজকোট সিভিল হাসপাতালের ডাক্তাররা অবস্থান বিক্ষোভ করছে। প্রতিবাদে শামিল হয়েছেন আমেদাবাদের ডাক্তাররা। চেন্নাইয়ে রাজীব গান্ধী হাসপাতাল ও মাদ্রাজ মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডাক্তাররা প্রতিবাদ অবস্থান করছেন। আইএমএ জানিয়েছে, ঝাড়খণ্ডের বেসরকারি ও সরকারি হাসপাতালের ডাক্তাররা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেকন্দারাবাদের এক মহিলা ডাক্তার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আরজি করের ঘটনায় চিঠি লিখেছেন বলে জানিয়েছেন। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত কর্মবিরতির ডাক দেয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
আরও পড়ুন: CBI আমায় গ্রেফতার করেনি, সকালে ফের সিজিওতে সন্দীপ
আরও খবর দেখুন