কলকাতা: চেয়ারের উপর ভরসা আছে। ফের স্বাস্থ্যভবনের (Swastha Bhawan) ধরনা মঞ্চে ফিরছেন ডাক্তাররা (Doctor)। নবান্নের সভাঘরে কাছে পৌঁছেও বৈঠক করলেন না জুনিয়র ডাক্তাররা (Junior Doctor)। বৈঠক না হওয়ায় তাঁরা জানালেন, আমরা আমাদের অবস্থান মঞ্চে ফেরত যাব। সেখান থেকে আন্দোলন চলবে। শুনলাম নবান্নের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তবে ভরসা রাখি, একদিন না একদিন নবান্নের দরজা খুলবেই।
জুনিয়ার ডাক্তাররা বৃহস্পতিবার আরও বলেন, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে খোলা মনেই আলোচনা করতে এসেছিলাম। ৩০ জনের প্রতিনিধি দল এবং যেহেতু এই আন্দোলন বাংলার প্রতিটা মানুষের তাই লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলাম। আমরা নবান্নে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করি। মোবাইলও জমা দিই। কিন্তু, তাঁরা জানান, লাইভ স্ট্রিমিংয়ের দাবি মানতে পারছেন না। ৩৪ দিন রাস্তায় আছি। প্রয়োজনে ৩৫ দিন রাস্তায় থাকব। আমরা আশা করি, আমাদের দাবি পূরণ হবে।
আরও পড়ুন: ইয়েচুরির মৃত্যুকে জাতীয় রাজনীতির ক্ষতি বললেন মমতা
আরও খবর দেখুন