কলকাতা: আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যের সমস্ত সরকারি বেসরকারি হাসপাতালে আউটডোর বন্ধের (Hospital Outdoor closed) ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। বুধবার ভোর ৪টে থেকে বিকাল ৪টে পর্যন্ত কর্মবিরতির ডাক। যার ফলে চরম সমস্যার মুখে পড়তে পারেন অসংখ্য রোগী। এদিনই এই ঘটনার তদন্তের ভার সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনার তদন্তভার সিবিআইয়ের কাঁধে যাওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে আন্দোলনকারীরা।
আরজি কর-কাণ্ডে এবার চিকিৎসকদের আন্দোলনের (Doctor Protest) ঝাঁজ বাড়াতে এবার আগামীকাল রাজ্যজুরে সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ বনধ রাখার ডাক দিল চিকিৎসক সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে। বলা হয়েছে, সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে কোনও রকম পরিষেবা দেবেন না আউটডোরে। এতদিন পর্যন্ত জুনিয়র ডাক্তাররা, যার মধ্যে- হাউসস্টাফ, পিজিটি, ইন্টার্ন তাঁরা কর্মবিরতিতে রয়েছেন সর্বত্র। আউটডোর পরিষেবা, হাসপাতালের ভিতরে ইনডোর পরিষেবা সামাল দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা। এবার আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে চিকিৎসকরা রাজ্যজুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিলেন। যার জেরে রাজ্য জুরেই ভোগান্তির স্বীকার হতে চলেছে একাধিক রোগী ও তাঁর পরিবার।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশের, আরজি কর কাণ্ডের তদন্তে টালা থানায় CBI
ইতিমধ্যেই এই চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজও এই ঘটনার প্রতিবাদ করে রাস্তায় নামেন। আরজি করের এই ঘটনার জেরে গোটা দেশ জুড়ে প্রতিবাদ আন্দোলনের ঢেউ। দেশের বিভিন্ন প্রান্তে এনিয়ে বিক্ষোভ আন্দোলন চলছে। জুনিয়র ও রেসিডেন্ট চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন আন্দোলন চলবে। আন্দোলন থেকে সরছেন না তারা। এদিনই হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই ঘটনার তদন্ত মঙ্গলবারই সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করতে হবে।
অন্য খবর দেখুন