শিলিগুড়ি: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মবিরতি ডাক দিয়ে প্রতিবাদে সামিল হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসকদের দাবি এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত প্রকাশ করতে হবে। পাশাপাশি এই দিন চিকিৎসকেরা জানান, পুলিশের উপর তাদের কোন আস্থা নেই। এই ঘটনা নিয়ে আরজি করের প্রিন্সিপাল যে ধরনের মন্তব্য করেছেন তার জন্য তার পদত্যাগের দাবি জানান তারা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা কর্মবিরতি রাখলেও জরুরী পরিষেবা চালু রয়েছে হাসপাতালে।
আরও পড়ুন: চিকিৎসার গাফিলতির জেরে রোগী মৃত্যুর অভিযোগ আরামবাগে
আরজি করের প্রতিবাদের আঁচ শহর ছেড়ে জেলা, থেকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। চণ্ডীগড়, দিল্লি এইমস হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদে পথে নেমেছেন। সোমবার বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে একই সঙ্গে আন্দোলন নামেন জুনিয়র চিকিৎসক থেকে মেডিক্যালপড়ুয়ারা। প্রতিবাদে হাওড়ার হোমিওপ্যাথি কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। মালদহ জেলা হাসপাতালেও কর্মবিরতি চলছে। কোচবিহার, শিলিগুড়ি, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ একাধিক হাসপাতালে চলছে আন্দোলন। জুনিয়র ডাক্তারদের দাবি যতক্ষণ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততদিন এই কর্মবিরতি চলবে। এ দিন হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থাকায় সমস্যায় পড়েছেন রোগী ও তাদের আত্মীয়রা।
অন্য খবর দেখুন