ওয়াশিংটন: আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শপথ নেওয়ার আগেই বোমা ফাটালেন তিনি। তাঁর সামাজিক মাধ্যমের পোস্ট দেখে আপাতত চিন্তায় চীন সহ একাধিক দেশ। ট্রাম্প জানিয়েছেন যে, তিনি তাঁর প্রথম কার্যদিবসেই কানাডা, মেক্সিকো এবং চীন থেকে আমদানিকৃত পণ্যে চড়া শুল্ক চাপাবেন। তবে ভারতকে তিনি এই শুল্ক বৃদ্ধির তালিকায় রাখেননি। সোমবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে ট্রাম্প লিখিয়েছেন, “আমার প্রথম কার্যদিবসেই মেক্সিকো এবং কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানোর জন্য প্রয়োজনীয় নথিতে স্বাক্ষর করব।” ট্রাম্পের এই হুঁশিয়ারি থেকে বাদ যায়নি চীনও। তিনি বলেছেন, চীন থেকে আসা পণ্যে শুল্কের হার ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। তাঁর অভিযোগ, চীনে তৈরি অনেক অবৈধ ওষুধ মেক্সিকো সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশ করছে। কিন্তু চীন এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি। যতদিন না পর্যন্ত চীন এই সমস্যার সমাধান করবে, ততদিন চীনা পণ্যে শুল্ক অব্যাহত থাকবে বলে সাফ জানান ট্রাম্প।
আরও পড়ুন: পাকিস্তানে ইমরান সমর্থকদের ‘শুট অ্যাট সাইট’ অর্ডার!
তবে শুধুমাত্র পণ্য শুল্কই নয়, মেক্সিকো ও কানাডার সঙ্গে আমেরিকার ‘মুক্ত সীমান্ত’ নীতি নিয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, “এই নীতি শুধু আমাদের অর্থনীতির ক্ষতি করছে না, বরং অনুপ্রবেশ এবং নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে।” ট্রাম্পের ঘোষণার পর চীনের দূতাবাস থেকে জানানো হয়েছে, “শুল্ক-যুদ্ধে কোনও পক্ষই জয়ী হয় না। চীন দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের উপর আস্থা রাখে।” এদিকে মেক্সিকোর তরফ থেকে ট্রাম্পকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে তারা আমেরিকার অন্যতম বড় বাণিজ্য সঙ্গী। তাই এই নীতি বাস্তবায়নের পর এর আন্তর্জাতিক প্রভাব কেমন হবে, তা সময়ই বলবে।
দেখুন আরও খবর: