ওয়াশিংটন: একদিকে রাশিয়া-ইউক্রেন, অন্যদিকে মধ্যপ্রাচ্য- বিশ্বজুড়ে এখন যুদ্ধের ডঙ্কা বাজছে। এই পরিস্থিতিতে জো বাইডেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি দাবি করেছেন যে, বাইডেন প্রশাসন এমন নীতির অনুসরণ করছে যা তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তাঁর অভিযোগ, ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়া আক্রমণের অনুমতি দিয়ে ফেলছে বাইডেন প্রশাসন। এতে উত্তেজনা বাড়ছে বলে দাবি ট্রাম্প পুত্রের। কিন্তু কেন এমন অভিযোগ করেছেন তিনি? সম্প্রতি, রাশিয়াকে মুখের উপর জবাব দিয়েছে জেলেনস্কির সেনা। আমেরিকার ATACMS মিসাইল ব্যবহার করে প্রথমবারের মতো রাশিয়ার উপর হামলা চালিয়েছে ইউক্রেন। জানা গিয়েছে, ইউক্রেনের সেনা রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে মিসাইল হামলা চালিয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১,০০০তম দিনে ইউক্রেন এই পাল্টা আঘাত করেছে।
আরও পড়ুন: জি-২০ বৈঠকে মুখোমুখি ভারত ও চীন, কী আলোচনা হল?
এই ঘটনার পরেই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এক টুইট বার্তায় কড়া ভাষায় বাইডেন প্রশাসন ও মার্কিন সামরিক-শিল্প কমপ্লেক্সের সমালোচনা করেন। তিনি বলেন, “বাইডেন প্রশাসন বিশ্বযুদ্ধের সূচনা করতে চাইছে, যাতে আমার বাবা শান্তি প্রতিষ্ঠার কোনো সুযোগ না পান। ট্রিলিয়ন ডলারের লোভে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।” এই বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চিউং এক বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলেছেন, কেবল তিনিই উভয় পক্ষকে একত্রিত করে শান্তি প্রতিষ্ঠা করতে পারেন এবং যুদ্ধ বন্ধ করতে পারেন।” অন্যদিকে, রাশিয়ার সেনেটের সিনিয়র সদস্য আন্দ্রে ক্লিশাস এবং কূটনীতি কমিটির উপ-প্রধান ভ্লাদিমির জাবারভ বাইডেনের সিদ্ধান্তকে বিশ্বযুদ্ধের সূচনাপর্ব বলে আখ্যা দিয়েছেন। তাঁদের মতে, মার্কিন মিসাইল রাশিয়ার ভূখণ্ডে আঘাত করলে মস্কো ছেড়ে কথা বলবে না।
দেখুন আরও খবর: