পশ্চিম মেদিনীপুর: ঘাটাল (Ghatal) মহকুমা আদালতে দালাল চক্র! সাবধান, দালাল চক্রের ফাঁদে পা দেবেন না। দালাল চক্রের ফাঁদে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না। আদালত চত্বরে এমনই পোস্টার দিয়ে আদালতে আসা মানুষদের সতর্কতামূলক বার্তা দিচ্ছে ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।
বার অ্যাসোসিয়েশনের বক্তব্য, ঘাটাল মহকুমা আদালত চত্বরে কিছু বহিরাগত এই দালাল চক্র চালাচ্ছে। যাদের মোকদ্দমার সঙ্গে কোনও যোগ নেই। আদালতে মোকদ্দমা করতে এসে দালালদের পাল্লায় পড়ে যাচ্ছে এবং তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আদালতে মোকদ্দমা করতে আসা সাধারণ মানুষকে দালাল চক্রের পাল্লায় না পড়ে সজাগ করতে আদালত চত্বরে বড় বড় পোস্টার দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছেন ঘাটাল মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রামকুমার দে।
আরও পড়ুন: মেদিনীপুর বাজারে আগুন লেগে মৃত্যু আট বছরের শিশুর
আরও খবর দেখুন