কলকাতা: বিজেপির ডাকা বনধ মানা হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানান, রাজ্যের অর্থনীতিতে আঘাত হানতে এই বনধ ডাকা হয়েছে। বিজেপির ডাকা ১২ ঘণ্টা বনধের (BJP 12 hours Call Stricke) প্রসঙ্গে মন্ত্রী বলেন, আরজি করের তদন্ত ভার সিবিআইয়ের কাঁধে। কেন সিবিআইয়ের কাছে না গিয়ে আপনারা এই বনধ ডেকেছেন সেটা মানুষ বুঝতে পারছেন। ধর্মঘটের ডাকে অর্থনীতিকে আঘাত করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের কাছে তাঁর আরও অনুরোধ, ধর্মঘটে সাহায্য করবেন না। নবান্ন অভিযান নিয়ে চন্দ্রিমা বলেন, ‘ওদের চাহিদা ছিল লাশ। কিন্তু এটা হল না। ভবিষ্যতেও হবে না।
আরজি করের প্রতিবাদের নবান্ন অভিযানের ডাক দিয়ে পথে নেমেছিল ছাত্রসমাজ। নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের লাঠিচার্জ, জলমাকান, কাঁদানে গ্যাস। পুলিশি ‘আক্রমণের’ বিরুদ্ধে সুর চড়িয়ে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ ডেকেছে বিজেপি। বনধের বিরোধীতা করেছে রাজ্য সরকার।নবান্নে সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা বনধের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন।
আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের ভূমিকায় প্রশংসা মুখ্যমন্ত্রীর
চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা হয়েছে। ছাত্র সমাজের নামে প্ররোচনা দেওয়া হয়েছিল। পুলিশ সবকিছু নিয়ন্ত্রণে রাখে। পুলিশকে আক্রমণ করা হয়েছে। ইট ছোড়া হয়েছে। পুলিশ ধৈর্য হারায়নি। তিনি আরও বলেন, সামনে পুজো। এইসময় বাণিজ্যিক লেনদেন হয়। রাজ্যের অর্থনীতিতে আঘাত হানতে এই বনধ ডাকা হয়েছে। বলেন, শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক দল যারা আজকের এই কর্মসূচিতে অংশ নেননি তাঁদের কাছে অনুরোধ করব তাঁরা কালকের বনধকে সমর্থন করবেন না।
অন্য খবর দেখুন