নয়াদিল্লি: দৃষ্টি ও শ্রবণশক্তিহীনদের জন্য দূরদর্শনে (Doordarshan) প্রতিদিন সংবাদ পরিবেশন কি সম্ভব? কেন্দ্রীয় জবাব তলব সুপ্রিম কোর্টে (Supreme Court)।
প্রসার ভারতী কি রোজ দৃষ্টি ও শ্রবণশক্তিহীনদের জন্য বিশেষ নিউজ বুলেটিন সম্প্রচার করতে পারবে? সংকেত ফাউন্ডেশনের ২০১৯ সালের মামলায় এমনই প্রশ্ন বিচারপতি বি আর গাভাই ভাই ও বিচারপতি কেবি বিশ্বনাথনের।
আরও পড়ুন: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ডাক্তাররা কর্মবিরতিতে, রোগী ভোগান্তি
শ্রবণশক্তিহীন আইনজীবী ও মামলাকারীদের সুবিধার্থে গত বছরেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টে সাইন ল্যাংগুয়েজ এন্টারপ্রেটার বা সওয়াল-জবাব সংকেতের মাধ্যমে তর্জমাকারী নিয়োগ করার নির্দেশ দেন। এই বছরের জুলাই মাসে দি রাইটস অফ পারসন্স উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, ২০১৬ অনুযায়ী ভিস্যুয়াল মিডিয়ার জন্য একই কারণে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ গাইডলাইনও জারি করেছে।
আরও খবর দেখুন