জয়নগর: জয়নগরে (Jaynagar) জোড়া খুনের (Death) পর একের পর এক বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বাড়ির কাছে দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হন জয়নগর থানার (Jaynagar PS) অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত (Panchayat) সদস্য সাইফুদ্দিন লস্কর (Saifuddin Laskar)( ৪৩ )। তারপরই এক দুষ্কৃতীকে পিটিয়ে মারে উত্তেজিত এলাকাবাসী। তারপর একের পর এক সিপিএম কর্মীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয়। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা টার্গেট করেছে বিরোধীদের। ঘটনাস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় অনেকে বীরভূমের বগটুইয়ের ছায়া দেখতে শুরু করেছে।
মৃত সাইফুদ্দিন লস্কর বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি। সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর আবার ওই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান। গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: পুরী শালিমার এক্সপ্রেসে ধোঁয়া
এদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার। বিভাস বাবুর দাবি, এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত দু’জনকে ধরতে পেরেছে।
আরও খবর দেখুন