লখনউ: উত্তরপ্রদেশে (Uttarpradesh Incident) বড়সড় দুর্ঘটনা। জলের ট্যাঙ্কারের সঙ্গে একটি ডবল ডেকার বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৪০ জন যাত্রী। ডবল ডেকার স্লিপার ক্লাসের বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসটি পুরো দুমড়েমুচড়ে গিয়েছে
শুক্রবার ভোররাতে যাত্রী সমেত বাসটি গিয়ে একটি জলের ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা মারে। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ ও জরুরি পরিষেবা টিম। আহতদের উদ্ধার করে সাইফাই মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কনৌজ জেলার আউরাইয়া সীমান্তের কাছে আগ্রা ও লখনউ এক্সপ্রেসওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে সাভারকা থানার পুলিশ। বাসটি দূরপাল্লার বাস। বাসটিতে স্লিপার কোচের যাত্রীরা ছিলেন। ঘটনাস্থলে যায় জেলাশাসক সহ জেলার আধিকারিক ও পুলিশ সুপার। সেইসময় ঘটনাস্থল দিয়ে যাচ্ছিলেন জলসম্পদ মন্ত্রী স্বাধীন দেব সিং।
আরও পড়ুন: রাজ্যসভায় অভিষেক মনু সিংভির চেয়ারে নগদ টাকার গোছা! তদন্তের নির্দেশ ধনকরের
তিনি দ্রুত গাড়ি থেকে নেমে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টির তদারকি করেন।
কনৌজের পুলিশ সুপার অমিত কুমার আনন্দ জানিয়েছেন, শুক্রবার ভোররাতের দিকে একটি দূরপাল্লার বাসে সঙ্গে একটি জলের ট্যাঙ্কারের সংঘর্ষ বাঁধে। বাসটি লখনউ থেকে দিল্লি যাচ্ছিল। খরর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছেছে। চালকের ভুল না বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটিতে নিয়ন্ত্রণ হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে।
দেখুন অন্য খবর: