সিউড়ি: হাসপাতালের (Hospital) জরুরি (Emergency) বিভাগে জলে থই থই অবস্থা। বাথরুম থেকে বেরিয়ে আসছে নোংরা জল। দুর্গন্ধে টেকা দায়। রোগীদের ভর্তি করানোর ক্ষেত্রে চূড়ান্ত ভোগান্তি। এই ছবি বীরভূম জেলার সদর শহর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের। ক্ষুব্ধ রোগী ও পরিজনরা। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
বাংলায় তৃণমূল সরকার আসার সঙ্গে সঙ্গেই রাজ্যে বিভিন্ন জেলার মহকুমাগুলিতে হয়েছে ঝাঁ চকচকে সুপার স্পেশালিটি হাসপাতাল। বীরভূমের জেলার সদর শহর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। বিগত বেশ কিছুদিন ধরেই হাসপাতালের এমার্জেন্সি বিভাগে জলে থই থই অবস্থা। এই জল আবার হাসপাতালের শৌচাগার থেকে বেরিয়ে আসছে। খুব স্বাভাবিকভাবেই হাসপাতালে ভর্তি হতে আসা রোগী থেকে তাদের পরিজনরা চূড়ান্ত সমস্যার মধ্যে পড়েছেন। খুব স্বাভাবিকভাবেই এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দেন রোগীর প্রিয়জনেরা।
আরও পড়ুন: মোমবাতি জ্বালিয়ে ভোটগ্রহণ
সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অবশ্য ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, আমরা নিজেরাই সমস্যার মধ্যে রয়েছি। কারণ হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে এমার্জেন্সি বিভাগে যে পরিবেশ তা অত্যন্ত খারাপ। আসলে সেপটিক ট্যাংক দীর্ঘদিন ধরে পরিষ্কার করা হয়নি। শৌচাগারের জল আউট লাইনের মধ্য দিয়ে সেপটিক ট্যাঙ্কে গিয়ে পড়ছে। ট্যাংক ভর্তি হয়ে যাওয়ার পাইপ লিক করছে। কোথাও আবার উপচে বেরিয়ে আসছে শৌচাগারের নোংরা জল। আমরাও চূড়ান্ত সমস্যার মধ্যে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি পুরসভাকেও জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।
সিউড়ি পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে অভিযোগ আমরা পেয়েছি। আমাদের পুরসভার তরফ থেকে হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে স্টাফ দেওয়া থাকে। যে সমস্যাটা আমাদের জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আশা করি সেটার দ্রুত সমাধান হবে।
আরও খবর দেখুন