নয়াদিল্লি: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা। শনিবার এই হামলা হয়েছে। তবে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় কোনও হতাহত হয়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে। ইজরায়েলের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, শনিবার ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইজরায়েলের সংবাদমাধ্যমে তুলে ধরা হয়েছে, ওই ড্রোন হামলাগুলির মধ্যে একটি সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে করা হয়। ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী কাছে ছিলেন না। এই হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
আরও পড়ুন: ব্রিকস বৈঠকে যোগ দিতে ফের রাশিয়া যাচ্ছেন মোদি
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, একাধিক বার একাধিক জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয় ইজরায়েল ও হিজবুল্লার। ইজরায়েলকে দম ফেলার মতো সময় দিচ্ছে না হিজবুল্লা। হামলায় শত্রু সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। চলতি সপ্তাহে বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা চালিয়েছে হিজবুল্লা। ইহুদিদের বধ করতে আটসাঁট কষে মাঠে নেমেছে তারা। হিজবুল্লার ঢাল এত মজবুত আন্দাজ করতে পারেনি ইহুদি সেনানী।
দেখুন অন্য খবর: