কলকাতা: ভারী বৃষ্টিতে (Heavy Rains North Bengal) বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। ভারী বর্ষণের জন্য সিকিমে জারি করা হয়েছে লাল সতর্কতা। সিকিম, মিরিক, কালিম্পংয়ে বড়সড় ধস। ধসের জেরে সিকিমের লাইফলাইন পুরোপুরি বন্ধ এনএইচ ১০ (National Highway 10 Closed)। ধসে ক্ষতিগ্রস্ত মিরিকের বেশ কয়েকটি বাড়ি। দু’দিনের ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা-সহ অন্যান্য পাহাড়ি নদী। তিস্তা বাজার থেকে কালিম্পং (Kalimpong) পর্যন্ত রাস্তা বন্ধ। নিচু এলাকা এবং নদীপারের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। মাইকেও প্রচার চালানো হচ্ছে।
হাওয়া অফিস উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গে শনিবারও ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলাতে। সিকিম সহ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। তার জেরেই তিস্তায় জলস্তর বেড়েছে। এর মধ্যেই দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে জল ছাড়তে হচ্ছে। আর তার জেরেই তিস্তা নদীর পারের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তাই শুক্রবার রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজার সাব ডিভিশনের বিভিন্ন এলাকা-সহ জলপাইগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের তিস্তা পারের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করা হচ্ছে।
আরও পড়ুন: আগামী সপ্তাহে রাজ্যজুড়ে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ
অন্যদিকে দার্জিলিং-এ নতুন করে ধস নামায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। । সেবক থেকে কালিঝোরার মাঝে একাধিক এলাকায় ধস। কালিম্পংয়ের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধসের কারণে আপাতত বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক পাশাপাশি গরুবাথান থেকে লাভা হয়ে যে বিকল্প রাস্তা ব্যবহারের যোগ্য ছিল, সেটিও বিপজ্জনক হয়ে উঠেছে। খুব প্রয়োজন না থাকলে সেই রাস্তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
দেখুন ভিডিও