বাঁকুড়া: নিম্নচাপের জেরে শনিবার থেকেই লাগাতার বৃষ্টি ভারী বৃষ্টিতে ভাসছে রাজ্যের বিস্তৃর্ণ এলাকা। কোথাও কোথাও আবার নদীর জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একটানা ভারী বৃষ্টিতে সোনামুখীর দামোদর (Bankura Damodars River) নদীতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। নড়বড়ে হয়ে পড়েছে বাঁধ। যেকোনও মুহূর্তে ভাঙতে পারে বাঁধের দূর্বল অংশ, তার জেরে আতঙ্কিত দামোদর তীরবর্তী বিস্তৃত এলাকার বাসিন্দারা। অন্যদিকে টানা চারদিনের বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে চাষিরা।
বাঁকুড়ার সোনামুখী ব্লকের দামোদর তীরবর্তী সমিতিমানা, পাণ্ডে পাড়া, রাঙামাটি সহ বিস্তীর্ণ এলাকার মানুষরা এই মুহূর্তে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। দামোদর (Bankura Damodar Dam) নদীতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টিতে বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। এরপর আরও বৃষ্টি হলে নদীতে আরও জল বাড়লে গ্রামের জল ঢুকতে শুরু করবে। গ্রামে যাতে জল না ঢুকে তার জন্য তৈরি করা হয়েছিল একটি বাঁধ। কোটি টাকা ব্যয় করে সেই বাঁধ তৈরীর কয়েক বছরের মধ্যেই তা নড়বড়ে হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। দামোদর নদীতে বাড়ছে জলস্তর পাশাপাশি এরপর যদি জল বাড়তে থাকে তাহলে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দামোদরের গর্ভে যেভাবে জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাতে বাঁধ কতক্ষণ রক্ষা করা যাবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাঁধ ভেঙে গেলে গ্রামে হু হু করে ঢুকবে জল। বন্যায় সব হারানোর আশঙ্কায় প্রহর গুনছেন জেলার সোনামুখী, ইন্দাস ও পাত্রসায়ের ব্লকের হাজার হাজার মানুষ।
আরও পড়ুন: জলমগ্ন কঙ্কালীতলা মন্দির, কোপাই নদীতে ভাসছে সেতু
অন্যদিকে চার দিনের টানা বৃষ্টিতে সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে কয়েকশো বিঘা সবজি জমিতে পচন ধরতে শুরু করেছে । পুজোর আগে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে সবজি চাষিরা । যেভাবে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে আগামী দিনে তারা কিভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চালাবেন তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের । সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত সাধারণ মানুষরা।
অন্য খবর দেখুন