কলকাতা: বাংলাদেশ (Bangladesh) থেকে আসছে না মাছ (Fish)। হাওড়ার পাইকারি ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে। বাংলাদেশ থেকে প্রতিদিন বিপুল পরিমাণে মাছ আমদানি করা হয়। কিন্তু, গত তিন চার দিন ধরে তা বন্ধ। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন চলছে। যার জেরে উত্তাল বাংলাদেশ। যার প্রভাব পড়েছে বাণিজ্যে। ফলে ইলিশ সহ মাছের বাজারে টান পড়েছে। যার জেরে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে মাছ ব্যবসায়ীদের।
প্রতিদিন প্রায় ১০০ টন ট্যাংরা, ভেটকি, পাবদা, পাঙাস, পমফ্রেট মাছ বাংলাদেশ থেকে আমদানি করা হয় হাওড়া মাছের বাজারে। তিন-চার দিন ধরে সেই আমদানি বন্ধ। ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ থাকায় তাঁরা অনলাইনে সে দেশে টাকা পাঠাতে পারছেন না। নতুন অর্ডারও দিতে পারছেন না। যার জেরে প্রতিদিন গড়ে আড়াই কোটি টাকার লোকসান হচ্ছে।
আরও পড়ুন: ২১ জুলাইয়ের সভাস্থল ঘুরে দেখলেন মমতা