কলকাতা: মহালয়া (Mohalaya) আসতে আর কয়েকদিন বাকি। তারপরই আশ্বিনে প্রাতে দেবীপক্ষের সূচনার বার্তা নিয়ে আসবে। আপামর বাঙালি বছরভর অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য। পাওয়া না পাওয়া আনন্দ-বিষাদ-আন্দোলন-ক্লান্তি সবই মিলেমিশে এককার হয়ে যাবে যখন ভোরে রেডিও-তে বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে বেজে উঠবে আশ্বিনের শারদ প্রাতে/ বেজে উঠেছে আলোকমঞ্জির,…। দেবীপক্ষের সূচনাতে স্বপরিবারে মর্তে আসার দিন গোনা শুরু হয়ে যায়। কিন্তু জানেন কি দেবীর আগমন ও গমন কীসে। দেবী দুর্গা এ বছর আসছেন দোলায়। আর যাবেন ঘোড়ায়।
শাস্ত্র মতে, দেবী দুর্গা রবিবার এবং সোমবার আসেন অথবা যান। তাহলে তিনি হাতিতে আসবেন এবং হাতিতে যাবেন। মঙ্গলবার এবং শনিবারে আসেন অথবা যান ঘোটক অর্থাৎ ঘোড়ায় যাবেন এবং আসবেন। আর বুধবারে এলে বা গেলে দেবী আরোহণ করেন নৌকায়। বৃহস্পতিবার আর শুক্রবারে আগমন ও গমনের জন্য তিনি বেছে নেন দোলা।
দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট- চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। সেদিনটি বুধবার।দোলা’তে যদি মা আসেন অথবা যান তাহলে মড়ক দেখা দেবে। অর্থাৎ, সেই সময়ে চারিদিকে মৃত্যুমিছিল দেখা যাবে। অবাঞ্চিত ঘটনা ঘটবে। অকালমৃত্য হবে, লোকক্ষয় হবে। ভূমিকম্প, জলোচ্ছ্বাস হতে পারে। অগ্ন্যুৎপাত হতে পারে। এর ফলে মানুষের মৃত্যুমিছিল দেখা দেবে।
আরও পড়ুন: এই বাড়ির পুজোতে মহালয়ার পরের দিন হয় দেবীর বোধন
চলতি বছরে ৮ অক্টোবর থেকে পুজো শুরু! মহাপঞ্চমী পড়ছএ ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি। দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রবিবার।
অন্য খবর দেখুন