বীরভূম: মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেলেও,আনুষ্ঠানিকভাবে পুজো শুরু যষ্ঠী থেকে। আজ ষষ্ঠীতে দেবী বোধন। ষষ্ঠী থেকে পুজো শুরু হয় লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের বাড়িতে (Durga Puja of MLA Abhijit Singh House)। সিংহ বাড়িতে প্রায় ৩৫০ বছরের পুজো। পুজোর অন্যতম আকর্ষণ একচালার দেবীমূর্তি। দেবী দুর্গা দশভূজা নয়, দুর্গা দ্বিভূজা। দুর্গার হাতে থাকে না কোন অস্ত্র, সিংহ ছাড়াই দেবী দুর্গা পূজিত হয় অভয়া রূপে। পূর্ব পুরুষের ঠিক করে দেওয়া মৃৎশিল্পী, পুরোহিত বা ঢাকিরা বংশপরম্পরায় এই কাজ করে আসছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: প্রতিমার মুখ বানাতে হয় হাতে, ৩০০ বছর ধরে এই নিয়মে হয়ে আসছে পুজো
তৃণমূল বিধায়ক এর বাড়ির দুর্গা দশভূজা নন, দেবী দুর্গা এখানে দ্বিভূজা। হাতে থাকে না কোন অস্ত্র। অস্ত্রের বদলে থাকে পদ্মফুল। বীরভূমের লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহের বাড়ির পুজোর এটাই রীতি। দাসকল গ্রামের দুর্গাপুজো প্রায় ৩৫০ বছরের। তৃণমূল বিধায়কের বাড়ির দুর্গাপুজো (Durga Puja 2024) দেখতে পুজো চারদিন ভিড় জমান বিধায়কের বাড়িতে। অভিজিৎ সিংহ জানান, ২৪ পুরুষ ধরে চলছে সিংহ পরিবারের দুর্গাপুজো। স্বপ্নে নির্দেশ ছিল, পঞ্চমুন্ডির বেদির উপরে মাকে যুদ্ধের রূপে নয়, বাড়ির মেয়ের শান্ত রূপে পূজা করতে হবে। তারপর থেকেই অভয়া রূপে দেবী দুর্গা পূজিত হন। আশেপাশের গ্রাম তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ প্রতিমা দর্শনে আসেন। আনন্দ করেই শতাব্দি প্রাচীন পূজোর আনন্দে মাতেন সকলে।
অন্য খবর দেখুন