কলকাতা: কয়েক দিন ধরে টানা বৃষ্টি (Rain) চলছে। আজ, শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। বেশ কিছু জেলাতে আবহাওয়ার (Weather) উন্নতি হতে চলেছে। আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। শনি ও রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। উত্তরবঙ্গে আজও প্রবল বৃষ্টির আশঙ্কা।
এদিকে দুর্গা পুজোতেও বৃষ্টির সম্ভাবনা। বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে। ভারতের মৌসম ভবন জানিয়েছে, অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে। রাজ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা। তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা। অক্টোবর মাসের ১৫ তারিখের পর বৃষ্টি কমতে পারে।
আরও পড়ুন: তিলজলা কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা আলিপুর আদালতের
আরও খবর দেখুন