কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2024) দর্শনার্থীদের সুবিধার্থে কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division Durga Puja Special Train) বিশেষ ট্রেন (Local Train Service) চালানোর সিদ্ধান্ত রেলের। মহালয়া থেকে প্যান্ডেল হপিং শুরু হয়ে গিয়েছে। পুজোতে জেলার মানুষজন ভিড় করেন শহরে। শহর থেকেও জেলার বড় বড় পুজো দেখার জন্য দূর-দূরান্তে পাড়ি দেন অনেক মানুষ। স্টেশন চত্বরে ভিড়ের চাপ সামলাতে থাকছে মানুষের দীর্ঘ লাইন পরিচালন ব্যবস্থা। স্টেশন চত্বরে মোতায়েন থাকছে অতিরিক্ত আরপিএফ। এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস সিস্টেমের ব্যবস্থা রাখা হচ্ছে স্টেশনে। এছাড়াও প্রতি বছরের মতো এবছরেও রেলের তরফে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। শিয়ালদহ থেকে চলছে ২০ স্পেশ্যাল সাব আর্বান ট্রেন। ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চলবে এই স্পেশ্যাল ট্রেন। ঠাকুর দেখে বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয় তাই দর্শনার্থীদের কথা মাথায় রেখে মধ্যরাতে রাখা হয়েছে পরিষেবা।
আরও পড়ুন: চৌকি বাজেয়াপ্ত! প্রতিবাদে বৌবাজার থানার সামনে বসে বিক্ষোভ জুনিয়র ডাক্তারেরা
শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ নৈহাটি, রানাঘাট-কৃষ্ণনগর, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-বারুইপুুর, শিয়ালদহ-বজবজ লোকাল। সবই চলবে রাত ১২টার পরে। চলবে ভোর রাত পর্যন্ত। পুজো উপলক্ষে হাওড়া থেকেও চলছে বেশ কিছু স্পেশ্যাল ছবি। পুজোর দিনগুলিতে ভিড়ের মধ্যে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। শিয়ালদহ ও বিধাননগর স্টেশনে বিকেল পাঁচটা থেকে রাত তিনটে পর্যন্ত অতিরিক্ত সাফাই কর্মী রাখার ব্যবস্থা করা হয়েছে। থাকবে মেডিক্যাল টিমে পর্যাপ্ত সংখ্যক প্যারা মেডিক্যাল স্টাফ ও ডাক্তার।
অন্য খবর দেখুন