কলকাতা: প্রায় ২৪ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেলঘরিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রমেশ প্রসাদকে (Ramesh Prasad) আটক করে নিয়ে গেল ইডি (ED) আধিকারিকরা। বৃহস্পতিবার সকাল প্রায় ৬টা ৪৫ মিনিট থেকে আজ, শুক্রবার ভোর ৫:৩০ টা পর্যন্ত টানা তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডির আধিকারিকরা। এমনকি মাঝরাতে আড়াইটা নাগাদ পাটনা থেকে একজন আধিকারিক আসেন তদন্তের স্বার্থে। তারপরপরই বান্ডিল বান্ডিল কাগজ, কালি আনা হয়।
সূত্রের খবর রমেশপ্রসাদের ব্যবহৃত এবং কর্মসূত্রে থাকা নানা নথি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। বেরোনোর সময় আধিকারিকদের হাতে একটি বড় ব্যাগ সহ একটি বড় বাক্স পাওয়া যায়। সম্ভবত রমেশ প্রসাদের ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল সহ সমস্ত ডকুমেন্টস বাজেয়াপ্ত করেন ইডির আধিকারিকরা। এবং তদন্ত চলাকালীন এই রমেশপ্রসাদের শাশুড়িকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তাঁকে এবং রমেশ প্রসাদের পরিবারের সদস্য হিসেবে তাঁর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে যখন ইডির আধিকারিকরা আটক করে নিয়ে যায় সেই সময় রমেশপ্রসাদের হাতে একটি হলুদ রঙের ব্যাগ দেখতে পাওয়া যায়। সেই ব্যাগে বেশ কিছু কাগজপত্রও ছিল।
আরও পড়ুন: উপকূলে ফেরার সময় ডুবে গেল ট্রলার, উদ্ধার ১৮ মৎস্যজীবী
আরও খবর দেখুন