নয়াদিল্লি: ইডি-সিবিআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। সোমবার সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোটের (India Alliance) শরিকরা। তৃতীয় এনডিএ সরকারের উপর নানা ইস্যুতে চাপ বাড়ানোর কৌশল গোড়া থেকেই নিয়েছিলেন বিরোধীরা (Opposition in parliament) । শেয়ার দুর্নীতি থেকে ইডি-সিবিআই, নিট কেলেঙ্কারি নিয়ে সংসদের ভিতরে বাইরে সুর চড়িয়েছেন বিরোধীরা।
এদিন সংসদের (Parliament) অধিবেশনের শুরুতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবব্যবহার, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় গোলযোগ নিয়ে আলোচনা চেয়েছিলেন বিরোধীরা। কিন্তু সেই দাবি খারিজ হয়ে যাওয়ায় সংসদের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল সহ ইন্ডিয়া জোটের শরিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ তুলেছে তৃণমূল। হাতে প্ল্যাকার্ড নিয়ে নতুন সংসদ ভবনের সামনে স্লোগান তোলেন সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা। তৃণমূলের সঙ্গে সুর মেলান বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্য কংগ্রেস সাংসদরাও।
আরও পড়ুন: বিরোধীদের আপত্তি উড়িয়ে আজ দেশে নতুন আইন চালু
পরে সংসদে কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। বিজেপিকে নিশানা করে বিরোধী শিবিরের অভিযোগ, শাসকদলে গেলেই দুর্নীতির লাইসেন্স পাওয়া যায়। বিরোধীদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল, বিজেপিতে যাও দুর্নীতির লাইসেন্স পাও ৷ তাদের দাবি, বিরোধীদের চুপ করাতে এজেন্সির অপব্যবহার বন্ধ হোক। এদিকে নিট ইস্যুতে লোকসভায় বিরোধীরা ওয়াকআউট করেন। তাঁরা বিষয়টি নিয়ে আলোচনার দাবি তোলেন। রাহুল গান্ধীর ভাষণের সময় মাইক্রোফোন অফ করা হয়েছিল বলে অভিযোগের সুর চড়ান বিরোধীরা। সেই নিয়ে স্পিকার ওম বিড়লা বলেন, সংসদের দুই কক্ষেই মাইক্রোফোন অফ করার কোনও সুযোগ নেই।
ইডি-সিবিআই নিয়ে রাহুল বলেন, বিরোধীদের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে। এজেন্সিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা হচ্ছে। আমার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে। ৫৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অনেককে জেলে ভরা হয়েছে। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে। নিট ইস্যুতেও সরব হন রাহুল। লোকসভার বিরোধী দলনেতার বক্তব্য, দেশের ছাত্রসমাজের পাশে আছি আমরা। দেশে হিংসা এবং ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।
দেখুন ভিডিও