কলকাতা: তিনদিন ধরে খোলা আকাশের নীচে অবস্থানে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। অন্যদিকে প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ধৃত সঞ্জয় রায়ের ‘টিথ ইম্প্রেশন’ সংগ্রহ করল সিবিআই। সঞ্জয়ের লালারসের নমুনা সংগ্রহ করেছেন সিবিআই (CBI) আধিকারিকরা। কামড়ের নমুনা এবং লালারস মিলিয়ে দেখা হবে। এই বিষয়ে কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাবের সাহায্য নিচ্ছে সিবিআই।
কলকাতা হাইকোর্টের নির্দেশর পর আরজি কর কাণ্ডের (R G Kar Hospital Incident) তদন্ত করছে সিবিআই। তদন্তকারী আধিকারিকরা নিশ্চিত হতে চাইছেন, তিলোত্তমার চোয়ালে কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের কি না। সেই মতো ধৃত সিভিক ভলান্টিয়ারের লালারসের নমুনা সংগ্রহ করতে চেয়ে আলিপুরের বিশেষ সিবিআই দ্বারস্থ হয়েছিল তদন্তকারী সংস্থা। আদালতের তরফে সিবিআইকে অনুমতি দেওয়া হয়। তার পরেই প্রেসিডেন্সি জেলে গিয়ে অভিযুক্তের লালারসের নমুনা সংগ্রহ করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, সঞ্জয়ের দাঁতের গঠনের ছবি সংগ্রহ করা হয়। নরম একটি বস্তুতে কখনও আস্তে, কখনও জোরে কামড় দিতে বলা হয় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে। নির্যাতিতার শরীরে থাকা টিথ ইমপ্রেশনের সঙ্গে এই চিহ্ন মিলিয়ে দেখা হবে। এর আগে সিএফএসএল বিশেষজ্ঞদের মত ছিল, কামড়ের দাগ অভিযুক্ত সিভিক ভলান্টিয়রের। সেই নমুনায় সন্তুষ্ট ছিলনা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নতুন করে নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা দিল্লিতে ফরেন্সিক দলের কাছে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বিকেল ৫টায় বৈঠকের ডাক, জুনিয়র ডাক্তারদের চিঠি মুখ্যসচিবের
উল্লেখ্য, নির্যাতিতার চোয়ালে কালশিটে দাগ মিলেছিল। ময়নাতদন্তের রিপোর্টে বিষয়টিকে বাইট মার্ক হিসাবে চিহ্নিত করা হয়েছিল। চিকিৎসকের চোয়ালের এই দাগ ধৃতের কামড়েই তৈরি হয়েছিল কি না তা নিশ্চিত হতেই সঞ্চয়ের ‘টিথ ইম্প্রেশন’ সংগ্রহ করল সিবিআই।
দেখুন ভিডিও