রাজারহাট: জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়ি-অফিস থেকে উদ্ধার নগদ ২০ লক্ষ টাকা। মঙ্গলবার সকালে বারিক বিশ্বাসের (Barik Biswas) রাজারহাটের (Rajarhat) বাড়ি সহ, বারাসত (Barasat), বসিরহাটের (Basirhat) একাধিক ঠিকানায় চলছে তল্লাশি অভিযান। প্রায় ১৪ ঘণ্টা অতিক্রান্ত এখনও তল্লাশি চালাচ্ছে ইডি অফিসাররা।
সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত এই বারিক। মঙ্গলবার সকাল থেকে তাঁর বাড়ি, অফিস, সংগ্রামপুরে বারিকের বাড়ির তাঁর চালকল-সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালায় ইডি। বারিক বিশ্বাসের রাজারহাটের বাড়ি-অফিস থেকে উদ্ধার নগদ ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। তল্লাশি অভিযানে রাইস মিল সংক্রান্ত একাধিক নথিও হাতে এসেছে ইডি আধিকারিকদের। এছাড়াও বেশকিছু ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার হয়েছে।
আরও পড়ুন: দল আমাকে বাদই দিয়েছে, মন্তব্য অভিমানী অধীরের
এর আগে সোনা পাচার, গরু পাচার এবং কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের। জানা গিয়েছে, রেশন দুর্নীতির (Ration Distribution Scam) সঙ্গে বারিকের যোগাযোগ কতটা তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় এজেন্সি। দুর্নীতির টাকা তাঁর কাছে এসেছে কি না, কালো টাকা সাদা করায় তাঁর ভূমিকা আছে কি না, এই সবই খতিয়ে দেখা হচ্ছে। বারিকের ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
অন্য খবর দেখুন