কলকাতা: ভিন রাজ্যের ব্যাংক প্রতারণা (Bank Fraud) মামলায় শহরের দুই জায়গায় ইডির (ED) তল্লাশি (Raid)। চিনার পার্ক সংলগ্ন একটি অফিস ও হাউজিংয়ের একটি ফ্ল্যাটে সকাল থেকে ইডির তল্লাশি। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
রবিবার সকাল থেকে ব্যাংক প্রতারণা মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সূত্রের খবর, দিল্লির ব্যাংক প্রতারণা মামলার ঘটনার তদন্তে ইডি আধিকারিকদের এই তল্লাশি অভিযান। চিনার পার্ক সংলগ্ন পিএস এভিয়েটর বিল্ডিংয়ের পাঁচতলার একটি অফিসে তল্লাশি অভিযান। তবে অফিস বন্ধ থাকায় দীর্ঘক্ষণ ইডি আধিকারিকরা অফিসের বাইরেই অপেক্ষা করে। পাশাপাশি গ্রিনউড হাউসিং কমপ্লেক্সের একটি ফ্ল্যাটেও একই মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর এই ফ্ল্যাটটি ঋষি সিং নামে এক ব্যক্তির। যিনি ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত।
আরও পড়ুন: পুলিশের প্যান্ট খুলে নেওয়ার নিদান দিলীপ ঘোষের
নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ বিভিন্ন ঘটনায় রাজ্যে ইডি তদন্ত করছে। সেই ঘটনায় ইডি মাঝে মধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয়রা মনে করেছিলেন সেরকমই কোনও ঘটনায় তল্লাশি অভিযানে এসেছে। আশেপাশে কৌতূহনী মানুষের জটলা দেখা যায়। পরে জানা যায় ব্যাংক প্রতারণায় ইডির এই অভিযান।
আরও খবর দেখুন