হাওড়া: শহরে ফের ইডির তল্লাশি। দিল্লির একটি প্রতারণা মামলায় ইডি’র তল্লাশি অভিযান (ED Raid) এবার হাওড়ায়। বেলঘরিয়া (ED Raid Belgharia) ও হাওড়ার সালকিয়ায় চলছে ইডির তল্লাশি। বেলঘরিয়ায় সফটওয়ার কোম্পানির কর্মী রমেশ প্রসাদের ফ্ল্যাটে হানা দেয় ইডি আধিকারিকরা। হাওড়ার সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোডের বাসিন্দা মনোজ দুবের বাড়িতে সকালে তল্লাশি অভিযানে যায় ইডি আধিকারিকরা। পরিবারের দাবি, ওই ব্যবসায়ী বর্তমানে গুজরাতে আছেন। হাওড়ার সালকিয়া (ED Raid Salkia) এবং লিলুয়ায় দুই জায়গায় ইডির তল্লাশি চলছে। তবে তল্লাশি অভিযান নিয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।
দেখুন ভিডিও